আজকের তারিখ ও সময়ঃ মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ ৭:০৪:৩২ PM

নাটোর জেলাধীন বাগাতিপাড়া উপজেলার দয়ারামপর ইউনিয়ন এ অবস্থিত কাদিরাবাদ সেনানিবাসের সামনে স্পর্শ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার অবস্থিত। স্পর্শ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠালগ্ন থেকেই অত্যন্ত সুনাম ও সফলতার সাথে নিরলসভাবে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং দিয়ে আসছে। এই মহতী কাজে আমাদের রয়েছে অগণিত সুহৃদ ও অভিভাবকের মত একদল পরিশ্রমী, নিষ্ঠাবান, অভিজ্ঞ প্রশিক্ষনপ্রাপ্ত  আত্মনিবেদিত শিক্ষক/শিক্ষিকা।

 

এ শিক্ষা প্রতিষ্ঠানটিকে একটি স্বয়ং সম্পূর্ণ ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে সরকার, ব্যবস্থাপনা পরিষদ ও এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তিগণ নানাভাবে সহযোগিতা করে আসছে। শিক্ষার্থীদের মেধা বিকাশে ও কারিগরি শিক্ষায়  প্রতিষ্ঠানটি সব সময় আন্তরিক ও সচেষ্ট।

 

অবস্থান :

নাটোর জেলাধীন বাগাতিপাড়া উপজেলার দয়ারামপর ইউনিয়ন এ অবস্থিত কাদিরাবাদ সেনানিবাসের সামনে বিদ্যালয়টি অবস্থিত।

 

প্রশাসনিক কাঠামো :

স্পর্শ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টি কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত  ও ম্যানেজিং কমিটি কর্তৃক পরিচালিত ।

 

শিক্ষা কার্যক্রম :

সকাল থেকে রাত পর্যন্ত পৃথকভাবে ছেলে-মেয়েদের হাতে কলমে ট্রেনিং করানো হয়। শনিবার থেকে বৃহস্পতিবার ক্লাস। সাপ্তাহিক ছুটি শুক্রবার।

সকাল ৮টা থেকে শুরু। ১:৩০ মিনিট পরপর ক্লাস চলে। রাত ৯টা পর্যন্ত ক্লাস চলে।

 

সেশন :

জানুয়ারী থেকে জুন- ৬ মাস মেয়াদী

জুলাই থেকে ডিসেম্বর - ৬ মাস মেয়াদী

জানুয়ারি থেকে ডিসেম্বর- ১ বছর মেয়াদী

[প্রতিটি ট্রেনিং সেশনে সকল প্রকার শীট ও সাজেশন বিনামূল্যে সরবরাহ করা হয়।]

 

পরীক্ষা :

বছরে ২টি সেশন শেষে কারিগরি বোর্ড কর্তৃক সারা বাংলাদেশে একযোগে চূড়ান্ত পরীক্ষা হয়।

 

শ্রেণিকক্ষ :

মাল্টি মিডিয়া ক্লাসের সুবিধা রয়েছে।

 

ব্যবহারিক ক্লাস :

নিয়মিত ব্যবহারিক ক্লাসের ব্যবস্থা।

 

অতিরিক্ত ক্লাস :

দূর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা ।

 

নিরাপত্তা ব্যবস্থা :

শ্রেণিকক্ষসহ সম্পূর্ণ বিদ্যালয়টি সার্বক্ষনিক সিসি ক্যামেরার আওতাভূক্ত।

 

হাফ ফ্রি/ফুল ফ্রি:

গরীব এবং মেধাবীদের হাফ ফ্রি/ ফুল ফ্রি এর ব্যবস্থা।

 

অভিভাবকদের সাথে যোগাযোগ :

(১) শিক্ষার্থীরা ক্লাসে অনিয়মিত হলে অভিভাবককে অবহিত করা হয়।

 

ভর্তি প্রক্রিয়া :

নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য প্রতি বছর ১৫ ডিসেম্বর ও ১৫ জুন থেকে ভর্তি ফরম ও আউটলাইন ১০০/- টাকার বিনিময়ে বিতরণ করা হয়। নির্দিষ্ট সময়সূচীতে শিক্ষার্থী ভর্তি করা হয় । ১লা জানুয়ারী ও ১লা জুলাই থেকে নতুন সেশনের ক্লাস শুরু হয় ।